• Skip to primary navigation
  • Skip to main content
  • Skip to primary sidebar
Technieland.com

Technieland.com

Mobile devolopment

  • মোবাইল
  • টেকজ্ঞান
  • অনলাইন ইনকাম
  • EnglishEnglish
  • বাংলাবাংলা

২০০০০ হাজার মধ্যে সেরা স্মার্টফোন ২০২২

জানুয়ারী 2, 2022 by Rakib Sardar Leave a Comment

২০০০০ হাজার মধ্যে সেরা স্মার্টফোন ২০২২

বর্তমানে স্মার্টফোনের বাজারে ১৫০০০ থেকে ২০০০০ টাকার বাজেটের ফোন খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভারতীয় বাজারে এই মূল্যের স্মার্টফোনের চাহিদা আকাশছোঁয়া ।

যখন থেকে এই বাজেটের স্মার্টফোন অনেক বেশি মানুষ ব্যবহার করছে বা করে চলেছে তখন আমরা দেখতে পেলাম বিভিন্ন স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলি এই ফোন গুলিতে উন্নত মানের ক্যামেরা, সুন্দর মডেল, দ্রুত গতিসম্পন্ন প্রসেসর, এইচডি , সুপার এমোলেড ডিসপ্লে , ভালো ব্যাটারি দিয়ে আমাদের আকর্ষণ করে চলেছে ।

ভালো ক্যামেরা প্রযুক্তিও এই বাজেটের মধ্যে নেমে এসেছে যেটা কিছু বছর আগে দামি স্মার্টফোন পাওয়া যেত ।

সুতরাং এই বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন তৈরি করার জন্য বিভিন্ন স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা গুলির মধ্যে হিড়িক পড়ে গেছে। চলুন এবার দেখে নেওয়া যাক ২০০০০ হাজার মধ্যে সেরা স্মার্টফোন যেগুলি ২০২২ সালে ব্যাপক সাড়া ফেলেছে ।

Table of Contents

  • ২০০০০ হাজার মধ্যে সেরা স্মার্টফোন ২০২২:
  •  1     Poco X3 Pro
  • 2.    Realme x7 5G
  •  
  • 3 .   Redmi Note 10 Pro Max
  • 4.    Realme 8 Pro
  •  5.    Redmi Note 9 Pro Max
  •  6.    Samsung Galaxy M51

২০০০০ হাজার মধ্যে সেরা স্মার্টফোন ২০২২:

 1     Poco X3 Pro

Poco X 3 Pro ফোনটি এই বাজেটের মধ্যে সেরা গেমিং ফোন , কারণ এতে ব্যবহার করা হয়েছে 7 ন্যানোমিটার অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 860 প্রসেসার । এই ফোনটির বেস ভেরিয়েন্ট ( 6GB +128 GB ) ভারতীয় মূল্য 18,999 টাকা এবং( 8GB + 256 GB ) এই স্টোরেজ ভেরিয়েন্টের মূল্য 20,999 টাকা ।


Poco X 3 Pro ফোনটির ডিসপ্লের কথা বললে এতে ব্যবহার করা হয়েছে 120HZ রিফ্রেশ রেটের সাথে 6.67 ইঞ্চি ফুল এইচডি + এলসিডি ডিসপ্লে এবং ডিসপ্লের প্রটেকশন এর জন্য আছে গরিলা গ্লাস 6 এর প্রটেকশন ।

ফোনটি কোয়ার্ড রিয়ার ক্যামেরার সাথে আমরা দেখতে পাবো Sony IMX 582 সেন্সার এর সাথে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা , একটি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স , একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার । সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ।

চার্জিং এর জন্য Poco X3 Pro ফোনটিতে আমরা দেখতে পাই 33 W ফাস্ট চার্জিং এর সাপোর্ট সহ একটি 5,160 mAh এর বড়ো ব্যাটারী ।


এর পাশাপাশি এই ফোনের আরো ফিচারগুলির মধ্যে পাওয়া যাবে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট সেন্সার , ডুয়াল স্পিকার , GPS , NFC , IR ব্লাস্টার ও হেডফোন জ্যাক ।

2.    Realme x7 5G


2021 সালের 4 ফ্রেবুয়ারী ভারতের বাজারে আরো একটি 5G ফোন লঞ্চ হয়েছে যেটি হলো Realme X7 5G । এই ফোনটি লঞ্চ করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসের ও 5G সাপোর্ট এর সাথে । এছাড়াও এই ফোনটিতে আছে আরো একাধিক চোখ ধাঁধানো ফিচার ।

এই ফোনটির সবথেকে বড়ো বৈশিষ্ট্য হলো এই বাজেটের মধ্যে এতে ব্যাবহার করা হয়েছে 6.4 ইঞ্চি সুপার এমোলেড ফুল এইচডি ডিসপ্লে ।

পারফরমেন্স এর দিক থেকে দেখলে এই ফোনে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 800 U প্রসেসর যেটা 7nm কনফিগারেশন এ তৈরি করা হয়েছে । গেমিং থেকে শুরু করে পারফরমেন্স এর দিক থেকে ফোনটি একটি দূর্দান্ত অপশান । ফোনটিতে একটি ট্রিপিল রিয়ার ক্যামেরা সেটআপ বৈশিষ্ট যুক্ত 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার , একটি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স এবং একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রয়েছে । সেলফি তোলার জন্য আছে 32 মেগাপিক্সেলের f/ 2.5 অ্যাপারচার পাঞ্চ হোল ক্যামেরা ।

Realme X7 5G ফোনটিতে 50W সুপারডার্ট দ্রুত চারজিংএর সাপোর্ট সহ একটি 4,300 mAh ব্যাটারী দেওয়া হয়েছে । যার ফলে খুব অল্প সময়ের মধ্যেই ফোনটি ফুল চার্জ হয়ে যাবে ।

ফোনটির সবথেকে ডাউন সাইড হলো এতে 3.5 mm হেডফোন জ্যাক দেখতে পাওয়া যাবে না ।

স্টোরেজ অপশান এর কথা বললে ফোনটিতে 6GB র‍্যাম এবং 8GB র‍্যাম অপশানের সাথে 128 GB ইন্টারন্যাল স্টোরেজ দেওয়া হয়েছে ।

Realme X7 ফোনটির বেস ভেরিয়েন্টের (6GB+128GB) দাম ভারতের বাজারে 19,999 টাকা ।

আপনি যদি এই বাজেটের মধ্যে দুর্দান্ত পারফরম্যান্স , হালকা ওজন, 5G কানেক্টিভিটি এবং সুপার এমোলেড ডিসপ্লে চান তাহলে Realme X7 5G নিতে পারেন ।

 

3 .   Redmi Note 10 Pro Max

Redmi Note সিরিজটি ভারতে ব্যাপক জনপ্রিয় , কারণ Redmi র তরফ থেকে সাশ্রয়ী দামে এমন ফিচার সরবরাহ করা হয় যাতে সর্বসাধারণ এই ফোন ব্যবহার করতে পারে । ঠিক এই কারণেই Redmi র নোট সিরিজি কিছুটা এগিয়ে অন্যান্যদের থেকে । তাহলে জেনে নেওয়া যাক Redmi Note 10 Pro Max এর ফিচার সম্বন্ধে ।

এই ফোনটির প্রধান বৈশিষ্ট হলো এর 108 মেগাপিক্সেল এর রিয়ার ক্যামেরা । এটাই হলো Redmi Note 10 Pro Max এবং Redmi Note 10 Pro এর একমাত্র পার্থক্য ।

Redmi Note 10 Pro Max ফোনটির 6GB + 64 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 18,999 টাকা । 6GB + 128 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 19,999 টাকা এবং 8Gb +128GB র দাম 21,999 টাকা । আপনার যদি 108 মেগাপিক্সেল ক্যামেরার প্রয়োজন না থাকে তাহলে আপনি Redmi Note 10 Pro ফোনটি নিতে পারেন , এর দামও কিছুটা কম হবে ।

Redmi নতুন ডিজাইনের সাথে নোট সিরিজিটি লঞ্চ করেছে। এর পাশাপাশি ফোনটিতে আমরা গ্লাস ব্যাক দেখতে পাই ।

পারফরমেন্স এর জন্য ফোনটিতে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G প্রসেসার । ডিসপ্লের কথা বললে এতে আছে 120 HZ রিফ্রেশ রেট ও HDR 10 সাপোর্ট সহ 6.67 ইঞ্চি ফুল এইচডি + সুপার এমোলেড ডিসপ্লে ।

ফোনটির পিছনে রয়েছে 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা , 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঞ্জেল লেন্স , 5 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার । এছাড়া সেলফি তোলার জন্য দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ।

চার্জিং এর জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে 33W ফাস্ট চার্জের সাপোর্টের সাথে 5020 mAh ব্যাটারী ।

4.    Realme 8 Pro

হাইলাইটস :

  • ক্যামেরার কথা বললে এতে দেওয়া হয়েছে 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ।
  • ফোনটিতে 50W ফাস্ট চার্জের সাপোর্ট সহ একটি 4,500 MAh ব্যাটারী লক্ষ করা যায় ।
  • এছাড়া Realme 8 Pro ফোনটিতে রয়েছে Super Amoled Display ।

Realme 7 Pro ফোনটির দুর্দান্ত সফলতার পর তার পরবর্তী প্রজন্মের উত্তরসূরি হিসাবে লঞ্চ করা হয়েছে Realme 8 Pro ফোনেটিকে । Realme 8 Pro ফোনটি Realme 7 Pro ফোনের থেকে পাতলা এবং ওজনে ও হালকা। এই ফোনটির প্রধান পরিবর্তন হলো এর পিছনে রয়েছে কোয়ার্ড ক্যামেরা সেটআপ যার প্রাইমারি ক্যামেরা হলো 108 মেগাপিক্সেল।

Realme 8 Pro ফোনটির দাম :

Realme 8 Pro ফোনটির 6GB / 128 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ভারতীয় মূল্যে 17,999 টাকা। ফোনটির 8GB /128 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ভারতীয় মূল্যে 19,999 টাকা।
কালারের কথা বললে ফোনটি infinite Blue , infinite Black , illuminating yellow এই তিনটি কালার অপশানে পাওয়া যাবে ।

Realme 8 Pro ফোনের স্পেসিফিকেশন :

ফোনটিতে রয়েছে 6.4 ইঞ্চি (1080×2400 পিক্সেল ) ফুল এইচডি + Super Amoled ডিসপ্লে । আর পাশাপাশি এই ফোনের ডিসপ্লেতে আমরা ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার দেখতে পাই ।

পারফরম্যান্সের দিকে দেখলে Realme 8 Pro ফোনে দেওয়া হয়েছে qualcomn Snapdragon 720G প্রসেসার এবং এর সাথে আমরা পাবো 8GB LPDDR4X RAM 128 GB UFS 2.1 স্টোরেজ । চার্জিং এর জন্য আমরা পেয়ে যাবো 4,500 MAh ব্যাটারী এবং 50W ফাস্ট চার্জার । 50W এর এই ফাস্ট চার্জারটি ফোনেটিকে 75% চার্জর করতে মাত্র 30 মিনিট সময় নেয় ।

Realme 8 Pro ফোনের সাথে Realme 7 Pro ফোনের তফাৎ হলো এর ক্যামেরা । Realme 8 Pro তে রয়েছে 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এছাড়া রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঞ্জেল লেন্স , 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ব্ল্যাক এবং হোয়াইট ক্যামেরা। সেলফি তোলার জন্য এতে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা । ফোনটি Android 11 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে চলবে ।


আরো পড়ুন : 

  • ১৫০০০ টাকার মধ্যে সেরা মোবাইল ২০২২
  • ১২০০০ টাকার মধ্যে সেরা মোবাইল ২০২২

 5.    Redmi Note 9 Pro Max


Redmi Note 9 সিরিজ হল ভারতীয় বাজারে অন্যতম জনপ্রিয় সিরিজ । এই ফোনটি আগের বছরে লঞ্চ হলেও এখনো এই বাজেটের মধ্যে সেরা ফোনগুলির মধ্যে একটি ।এখন ফোনটি বাজারে ( 6GB র‍্যাম + 64GB ) 15,000 টাকার মধ্যে পাওয়া যাবে। যদি আমরা ডিসপ্লের কথায় আসি ফোনটিতে আছে 6.67 (1080 x 2400 পিক্সেল) ইঞ্চি ফুল এইচডি + ডট ডিসপ্লে ।

পারফরম্যান্স এর জন্য Redmi Note 9 Pro Max এ আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720 G প্রসেসার যা 8 ন্যানোমিটার ফ্যাব্রেকেশন এ তৈরি । চারজিংএর জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে 5,020 mAh ব্যাটারী এবং এর সাথে আছে 33W ফার্স্ট চারজিং এর সাপোর্ট ।

Redmi Note 9 Pro Max এর কোয়ার্ড ক্যামেরা (64 মেগাপিএক্সেল + 8 মেগাপিএক্সেল +5 মেগাপিএক্সেল + 2 মেগাপিএক্সেল) সেটআপ রেজুলেশন এর দিক থেকে Redmi Note 9 Pro র থেকে ভালো পারফরমেন্স করে । ফোনটি নাইট মোড থেকে শুরু করে বাড়ির ভিতরে ও বাইরে পরিষ্কার ফটো তুলতে সক্ষম । এছাড়া এতে সেলফির জন্য আছে 32 মেগাপিএক্সেল ফ্রন্ট ক্যামেরা ।

 6.    Samsung Galaxy M51


Samsung Galaxy M51 ফোনটির দাম একটু বেশি হলেও বিভিন্ন ব্যাঙ্ক অফারে যদি (6GB + 64GB ) 20,000 টাকার মধ্যে পাওয়া যায় তাহলে এই ফোনটি চোখ বন্ধ করে নেওয়া যাতে পারে । এই ফোনটির পারফরমেন্স ফ্ল্যাগশিপ লেবেলের মতো বলা যায় । এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730 G প্রসেসের ।

এই সেগমেন্টের এটি প্রথম ফোন যেখানে ব্যাবহার করা হয়েছে 25W ফার্স্ট চার্জের সাপোর্ট সহ 7000 mAh এর বড়ো ব্যাটারী । যদি এই ফোনটি সাধারণভাৱে ব্যাবহার করা হয় তাহলে একবার চার্জ দিলে 2 দিনের ব্যাটারী ব্যাকআপ পাওয়া যায় ।

ডিসপ্লের কথা বললে এতে আছে 6.7 ইঞ্চি সুপার এমোলেড ফুল এইচডি + রেজুলেশন ডিসপ্লে । এই সেগমেন্টে Samsung Galaxy M51 এর ডিসপ্লে সেরা।

ক্যামেরার কথা বললে এতে দেওয়া হয়েছে কোয়ার্ড ক্যামেরা সেটআপ , যার প্রাইমারি ক্যামেরা 64 মেগাপিক্সেল , 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং একটি 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার ।

ডে লাইট থেকে নাইট মোড সব কান্ডিশানেই এই ফোনের ক্যামেরা দুর্দান্ত পারফরমেন্স করে। এর পাশাপাশি সেলফি তোলার জন্য দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Filed Under: মোবাইল

Reader Interactions

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Primary Sidebar

Recent Posts

  • অনলাইনে ইনকাম করার ১০টি সেরা উপায় ২০২২
  • ২০০০০ হাজার মধ্যে সেরা স্মার্টফোন ২০২২
  • ৩৫ হাজার টাকার মধ্যে সেরা 5 টি ল্যাপটপ ২০২২
  • বিটকয়েন থেকে ইনকাম় করার সহজ উপায়
  • ১২০০০ টাকার মধ্যে সেরা মোবাইল ২০২২

Categories

  • অনলাইন ইনকাম
  • টেকজ্ঞান
  • মোবাইল

Follow Technieland

Copyright © 2023 _All Rights riserved_bestfitmobile.com