• Skip to primary navigation
  • Skip to main content
  • Skip to primary sidebar
Technieland.com

Technieland.com

Mobile devolopment

  • মোবাইল
  • টেকজ্ঞান
  • অনলাইন ইনকাম
  • EnglishEnglish
  • বাংলাবাংলা

IPS না AMOLED কোন ডিসপ্লেটি সবচেয়ে ভালো

সেপ্টেম্বর 30, 2021 by Rakib Sardar Leave a Comment

IPS না AMOLED কোন ডিসপ্লেটি সবচেয়ে ভালো

আমরা যখন কোনো স্মার্টফোন কিনবো বলে চিন্তা ভাবনা করি তখন আমরা ফোনটির প্রসেসার , ক্যামেরা , ব্যাটারী , ফোনটির ডিজাইন এইসবের দিকে বেশি গুরুত্ব দিয়ে থাকি অথচ যে ডিসপ্লের উপর আমরা বেশি সময় দিয়ে থাকি সেখানে বেশি গুরুত্ব দিই না।

বর্তমানে স্মার্টফোনগুলোতে যে ধরণের ডিসপ্লে ব্যবহার হয় সেগুলি হলো IPS LCD ডিসপ্লে , AMOLED ডিসপ্লে , SUPER AMOLED ডিসপ্লে।এই ডিসপ্লেগুলির সম্বন্ধে অনেকেরেই ধারণা নেই, যে কোন ডিসপ্লে কিভাবে কাজ করে এবং কোন ডিসপ্লে ভালো পারফরম্যান্স দেয়। তাহলে সহজ ভাষায় জেনে নেওয়া যাক এই ডিসপ্লেগুলির সম্বন্ধে।

Table of Contents

  • LCD ডিসপ্লে
  • AMOLED ডিসপ্লে
  • SUPER AMOLED ডিসপ্লে
  • IPS LCD ও AMOLED ডিসপ্লের তুলনা
  • দাম
  • কোন ডিসপ্লেটি আমাদের চোখের জন্য ভালো ?

LCD ডিসপ্লে

LCD র পুরো কথা হলো লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। LCD র সাথে আমরা অনেক আগেই পরিচিত হয়েছি , যখন আমরা কম্পিউটারে মোটা মোটা CRT মনিটর ব্যবহার করতাম তারপর বাজারে এসেছিলো LCD মনিটর। তাই আমরা অনেক আগে থেকেই জানি LCD ডিসপ্লের সম্বন্ধে।

কিন্তু এই LCD ডিসপ্লে যখন স্মার্টফোনে ব্যবহার হতো হয় তখন সরাসরি LCD রূপে দেখা যেত না, সেখানে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যেমন – TFT LCD, IPS LCD ইত্যাদি।

এখনকার মাঝারি বাজেটের স্মার্টফোনগুলিতে IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হচ্ছে। কারণ অন্যান্ন LCD ডিসপ্লের থেকে IPS LCD যথেষ্ট ভালো পারফরম্যান্স করে। এবার জেনে নেওয়া যাক IPS LCD স্মার্টফোনে কিভাবে কাজ করে এবং এর কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলি।

IPS LCD হোক বা AMOLED ডিসপ্লে , সেটি তৈরি হয় অনেকগুলি পিক্সেল দিয়ে। যেখানে যত বড় ডিসপ্লে সেখানে তত বেশি পিক্সেল ব্যবহার করা হয়।

IPS LCD ডিসপ্লের কথা বললে এই ধরণের ডিসপ্লের পিছনে একটি ব্যাক লাইট ব্যবহার করা হয় , এই ব্যাক লাইট পুরো ডিসপ্লের পিক্সেলগুলিকে আলো দেয় তার ফলে আমরা ডিসপ্লে দেখতে পাই ।

যেহেতু এই ডিসপ্লের পিছনে পুরো স্ক্রিন জুড়ে ব্যাক লাইট থাকে তার ফলে পিক্সেল জ্বলতে থাকে তাই এই ধরণের ডিসপ্লের ফোনগুলি বেশি ব্যাটারী ব্যবহার করে। এই ধরণের ডিসপ্লেতে কালো কালার ছাড়া অন্যান্ন কালারগুলি যথেষ্ট ভালো দেখায়। এই ডিসপ্লের কালো কালার সুম্পূর্ণ কালো আসে না কারণ এখানে ডিসপ্লের পিছনে ব্যাক লাইট থাকার ফলে সমস্ত পিক্সেলগুলি জ্বলতে থাকে ।

AMOLED ডিসপ্লে

AMOLED এর পুরো অর্থ হলো এক্টিভ ম্যাকট্রিক্স অরগ্যানিক লাইট এমিটিং ডায়োট। এই ধরণের ডিসপ্লেগুলি একটু আলাদা ভাবে কাজ করে। IPS LCD ডিসপ্লেগুলিতে যেমন পুরো স্ক্রিন জুড়ে ব্যাক লাইট ব্যবহার করা হয় সেখানে AMOLED ডিসপ্লে অন্যরকম ভাবে কাজ করে।


AMOLED ডিসপ্লেতে প্রত্যেক পিক্সেলে আলাদা আলাদা লাইট থাকে। প্রত্যেক পিক্সেলে আলাদা আলাদা লাইট থাকার ফলে ডিসপ্লেতে যখন যে কালারের প্রয়োজন হয় শুধুমাত্র সেই পিক্সেলই জ্বলতে থাকে। সেইজন্য AMOLED ডিসপ্লেতে কালো কালার শো করানোর জন্য কোনো পিক্সেল জ্বলে না। তাই এই ধরণের ডিসপ্লেতে কালো কালার সুম্পূর্ণ কালো দেখায়।

SUPER AMOLED ডিসপ্লে

SUPER AMOLED ডিসপ্লে কোনো আলাদা প্রযুক্তিতে কাজ করে না। এই ডিসপ্লেটি AMOLED ডিসপ্লের মতো একই ভাবে কাজ করে। AMOLED ডিসপ্লের ইম্প্রুভড ভার্সান বলা যেতে পারে এই ডিসপ্লেটিকে। এই ডিসপ্লেটিতে আরো ব্রাইট কালার , ভালো ডিটেলিং , সরাসরি সূর্যের আলোতে ভালো ভিজিবিলিটি ইত্যাদি দেখতে পাওয়া যায়।

IPS LCD ও AMOLED ডিসপ্লের তুলনা

কালার

  • IPS ডিসপ্লেতে ন্যাচারাল কালার দেখতে পাওয়া যায়।
  • AMOLED ডিসপ্লেতে ব্রাইট কালার দেখতে পাওয়া যায়।

ব্রাইটনেস

  • ব্রাইটনেস এর দিক থেকে দেখতে গেলে IPS ডিসপ্লেতে কম ব্রাইটনেস লক্ষ করা যায় এবং AMOLED ডিসপ্লেতে বেশি ব্রাইটনেস লক্ষ করা যায়।
  • সূর্যের আলোতে IPS ডিসপ্লেতে বেশি ব্রাইটনেস পাওয়া যায় এবং AMOLED ডিসপ্লেতে কিছুটা কম ব্রাইটনেস লক্ষ করা যায়।

ব্যাটারী

ব্যাটারী খরচের কথা বললে IPS ডিসপ্লের ফোনগুলি বেশি ব্যাটারী খরচ করে এবং AMOLED ডিসপ্লের ফোনগুলি কম ব্যাটারী খরচ করে।

দাম

  • দামের দিক থেকে IPS ডিসপ্লে সস্তা, অন্যদিকে AMOLED ডিসপ্লের দাম বেশি।
  • AMOLED ডিসপ্লে IPS ডিসপ্লের তুলনায় থিকনেস অর্থাৎ পাতলা হয় ।

কোন ডিসপ্লেটি আমাদের চোখের জন্য ভালো ?

প্রত্যেকটি ডিসপ্লের উজ্জলতা তার প্রকারের উপর নির্ভর করে। যদি আমরা LCD ডিসপ্লের কথা বলি এই ডিসপ্লের পিছনে একটি ব্যাক লাইট প্রযুক্তি ব্যবহার করা হয়। এই লাইটের উজ্জল আলো ক্রমাগত আমাদের চোখকে প্রভাবিত করতে পারে।

অন্যদিকে AMOLED ও SUPER AMOLED এই ধরণের ডিসপ্লেগুলিতে কোনো ব্যাক লাইট প্রযুক্তি ব্যবহার করা হয় না। এই ধরণের ডিসপ্লেগুলিতে প্রত্যেক পিক্সেলের জন্য আলাদা আলাদা LED ডায়োট ব্যবহার করা হয়।

তাই এই ধরণের ডিসপ্লেগুলিতে যখন যে কালারের প্রয়োজন হয় শুধু সেই পিক্সেলই জ্বলতে থাকে আর বাকি পিক্সেলগুলি অফ থাকে। তাই এই ডিসপ্লে আমাদের চোখকে কম প্রভাবিত করে। কিন্তু অনেক স্মার্টফোন ব্যাবহারকারী আছেন যারা ডিসপ্লেতে হাই ব্রাইটনেস পছন্দ করেন, AMOLED ও IPS LCD দুটি ডিসপ্লের ক্ষেত্রেই।

বর্তমানে স্মার্টফোনগুলোতে আমরা ব্রাইটনেস কম করার অপশান পাই এবং অনেক অ্যাপ ও রয়েছে যেখান থেকে ফোনের ব্রাইটনেস ও নীল লাইট কন্ট্রোল করা যায়।

এবার প্রশ্ন হচ্ছে কোন ব্যাবহারকারীরা IPS LCD ডিসপ্লে ব্যবহার করবে এবং কোন ব্যাবহারকারীরা AMOLED ডিসপ্লে ব্যবহার করবে।


আপনার যদি বাজেট বেশি হয় এবং আপনি যদিএকটি ব্রাইট কালার ডিসপ্লে চান, যেটা দেখতে খুবই ভালো লাগে তাহলে AMOLED ডিসপ্লে আপনার জন্য বেস্ট হবে।
যে ব্যাবহারকারীরা বেশি গেম খেলতে পছন্দ করেন তাদের কাছে বেশি গুরুত্ব হলো একটি হাই রিফ্রেশ রেট এর ডিসপ্লে ,সেটা IPS হোক বাAMOLED ডিসপ্লে।


যে ব্যাবহারকারীদের কম বাজেট এবং যারা কম মাল্টিমিডিয়া দেখেন বা সাধারণভাবে স্মার্টফোন ব্যবহার করেন তাদের জন্য IPS ডিসপ্লে যথেষ্ট। যদিও এখন মাঝারি বাজেটের ফোনগুলিতে AMOLED ডিসপ্লে দেওয়া হচ্ছে ।

অবশ্যই পড়ুন –

মোবাইলে সেরা প্রসেসর কোনটি ?

বিটকয়েন থেকে ইনকাম় করার সহজ উপায়

Filed Under: মোবাইল

Reader Interactions

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Primary Sidebar

Recent Posts

  • অনলাইনে ইনকাম করার ১০টি সেরা উপায় ২০২২
  • ২০০০০ হাজার মধ্যে সেরা স্মার্টফোন ২০২২
  • ৩৫ হাজার টাকার মধ্যে সেরা 5 টি ল্যাপটপ ২০২২
  • বিটকয়েন থেকে ইনকাম় করার সহজ উপায়
  • ১২০০০ টাকার মধ্যে সেরা মোবাইল ২০২২

Categories

  • অনলাইন ইনকাম
  • টেকজ্ঞান
  • মোবাইল

Follow Technieland

Copyright © 2023 _All Rights riserved_bestfitmobile.com