• Skip to primary navigation
  • Skip to main content
  • Skip to primary sidebar
Technieland.com

Technieland.com

Mobile devolopment

  • মোবাইল
  • টেকজ্ঞান
  • অনলাইন ইনকাম
  • EnglishEnglish
  • বাংলাবাংলা

মোবাইলের কোন প্রসেসর সবচেয়ে ভালো Mediatek নাকি Snapdragon ?

অক্টোবর 2, 2021 by Rakib Sardar 2 Comments

মোবাইলের জন্য কোন প্রসেসর ভালো মিডিয়াটেক নাকি স্ন্যাপড্রাগন ?

আজকের আধুনিক যুগে আমরা প্রায় সবাই স্মার্টফোন ব্যবহার করি। প্রত্যেক মানুষ তার নিজস্ব ক্ষমতা অনুযায়ী বাজেট রেঞ্জ , মাঝারি রেঞ্জ এবং ফ্ল্যাগশিপ রেঞ্জ এর স্মার্টফোন ব্যবহার করে। যদিও বেশির ভাগ মানুষ এখন একটি নতুন ফোন কেনার আগে অনলাইনে রিসার্চ করে দেখে যে তাদের বাজেট অনুযায়ী কোন স্মার্টফোনটি ভালো হবে। তবে এখনো অনেক মানুষ আছেন যারা নতুন স্মার্টফোন কিনছেন শুধুমাত্র তার স্টাইলিশ লুকিং এর ভিত্তিতে।

তারা স্মার্টফোনের গুরুত্বপূর্ণ অংশের দিকে খেয়াল রাখে না, যেটা হলো প্রসেসার। সুতরাং , আমরা যখন প্রসেসার সম্পর্কে কথা বলি, আমাদের মনে প্রথম যে প্রশ্নটি আসে সেটি হলো মিডিয়াটেক নাকি স্নাপড্রাগন মোবাইলের কোন প্রসেসর সবচেয়ে ভালো? চলুন তাহলে জেনে নেওয়া যাক।

কোন প্রসেসারটি ভালো সেটি জানতে হলে আগে আমাদের বুঝতে হবে যে এই প্রসেসর স্মার্টফোনে কি কাজ করে ?

মোবাইলের প্রসেসর এর কাজ কি?


প্রসেসর আপনার স্মার্টফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। প্রসেসরকে স্মার্টফোনের মস্তিস্কও বলা যেতে পারে। স্মার্টফোনের যাবতীয় কাজ প্রসেসর দ্বারা নিয়ন্ত্রিত হয়। মোবাইলে যা কিছু করা হয় , যেমন – অ্যাপ খোলা ,ইন্টারনেট ব্রাউস করা , গেম খেলা এই সবকিছুই প্রসেসর এর উপর নির্ভর করে। বর্তমানে সবথেকে জনপ্রিয় 2টি স্মার্টফোন প্রসেসর কোম্পানির নাম হলো মিডিয়াটেক ও কোয়ালকম স্ন্যাপড্রাগন।

মোবাইলের কোন প্রসেসর সবচেয়ে ভালো Mediatek নাকি Snapdragon ?

যদি আমরা মিডিয়াটেকের কথা বলি তাহলে এই কোম্পানিটি প্রাথমিক ভাবে মাঝারি রেঞ্জ এর ফোনগুলির উপর এমনকি 5G ফোনের উপরও বেশি গুরুত্ব দিয়েছে। এখনকার বেশিরভাগ মাঝারি রেঞ্জ এর ফোনগুলিতে মিডিয়াটেকের প্রসেসর ব্যবহার করা হচ্ছে ।

বিশেষ করে এই বাজেটে মিডিয়াটেকের প্রসেসরগুলো দুর্দান্ত পারফরম্যান্স করছে। 2019 সালে কোম্পানিটি Helio G 90 সিরিজের প্রসেসর চালু করেছিল যা শাওমি রেডমি নোট 8 প্রো দিয়ে আত্মপ্রকাশ করেছিল এবং এটি তার দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে সবাইকে অবাক করেছিল।

অন্যদিকে কোয়ালকম স্ন্যাপড্রাগন কোম্পানিটির কথা বললে , এই কোম্পানিটি বাজেট রেঞ্জ , মাঝারি রেঞ্জ , এমনকি ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জন্য বিভিন্ন ক্যাটাগরির প্রসেসার তৈরি করে। কোয়ালকম কোম্পানি প্রাথমিকভাবে মাঝারি রেঞ্জ এবং ফ্ল্যাগশিপ প্রসেসার ও 5G চিপসেটের উপর বেশি গুরুত্ব দিচ্ছে। মিড রেঞ্জ সেগমেন্টে কোয়ালকম স্ন্যাপড্রাগন এর প্রসেসরগুলি গেমিং পারফরম্যান্সে মিডিয়াটেক Helio G সিরিজের চিপসেটগুলির থেকে কিছুটা পিছিয়ে রয়েছে , Helio G সিরিজের চিপসেটগুলি সত্যিই ভালো পারফরম্যান্স করছে।

মিড রেঞ্জ সেগমেন্টে মিডিয়াটেকের চিপগুলি কোয়ালকম স্ন্যাপড্রাগনকে কড়া টক্কর দিলেও এর উপরের সেগমেন্টেগুলিতে স্ন্যাপড্রাগন এর কাছাকাছি কেউ আসতে পারে না।

মিডিয়াটেক ও স্নাপড্রাগনের তুলনা

  • মিডিয়াটেকের নতুন মিডরেঞ্জ চিপসেটগুলি গেমিং এবং অন্যান্ন কাজের জন্য খুব ভালো।
  • মিডিয়াটেকের চিপগুলি স্ন্যাপড্রাগন এর চিপগুলির থেকে কিছুটা সস্তা।
  • কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসারগুলির ব্যাটারী অপ্টিমাইজেশন কিছুটা ভালো।
  • কোয়ালকম স্ন্যাপড্রাগন এর চিপগুলি বেশিরভাগ অ্যাপ এর সাথে সুম্পূর্ণ রূপে অপ্টিমাইজ করা হয়েছে , এখানে মিডিয়াটেক কিছুটা পিছিয়ে রয়েছে।
  • কোয়ালকম স্ন্যাপড্রাগন এর নিজস্ব অপ্টিমাইজ Adreno GPU রয়েছে।

সুতরাং , আপনি এখন কোয়ালকম স্ন্যাপড্রাগন বনাম মিডিয়াটেক প্রসেসারের মধ্যে তফাৎ বুঝতে পেরেছেন। তাহলে আপনি যদি একটি মিডরেঞ্জ এর স্মার্টফোন কিনতে চান তাহলে মিডিয়াটেকের চিপসেটগুলি কিছুটা ভালো হবে, আর আপনি যদি ফ্ল্যাগশিপ রেঞ্জ এর স্মার্টফোন চান তাহলে কোয়ালকম স্ন্যাপড্রাগন বেস্ট হবে , এর ধারে কাছে কেউ নেই।

Filed Under: মোবাইল

Reader Interactions

Comments

  1. মশিউর says

    জানুয়ারী 13, 2022 at 1:53 অপরাহ্ন

    আমি একটি মিডিয়াম রেটের ফোন কিনতে চাই তাহলে আমার জন্য কোন প্রসেসর ভালো হবে

    জবাব
    • Rakib Sardar says

      জানুয়ারী 15, 2022 at 5:06 পূর্বাহ্ন

      মিডিয়াম বাজেটের মধ্যে MediaTek ভালো, বিশেষ করে গেমিং এর দিক থেকে।

      জবাব

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Primary Sidebar

Recent Posts

  • অনলাইনে ইনকাম করার ১০টি সেরা উপায় ২০২২
  • ২০০০০ হাজার মধ্যে সেরা স্মার্টফোন ২০২২
  • ৩৫ হাজার টাকার মধ্যে সেরা 5 টি ল্যাপটপ ২০২২
  • বিটকয়েন থেকে ইনকাম় করার সহজ উপায়
  • ১২০০০ টাকার মধ্যে সেরা মোবাইল ২০২২

Categories

  • অনলাইন ইনকাম
  • টেকজ্ঞান
  • মোবাইল

Follow Technieland

Copyright © 2022 _All Rights riserved_bestfitmobile.com