15,000 টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৩

15,000 টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২১

এর আগের আর্টিকেল এ আমরা ২০,০০০ টাকার সেরা ফোনগুলি নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা 15,000 টাকার মধ্যে সেরা ফোনগুলির ব্যাপারে জানার চেষ্টা করবো।

15,000 টাকার কমের ফোনগুলি বর্তমানে সবচেয়ে প্রতিযোগিতামূলক শ্ৰেণীতে পরিণত হয়েছে ,কারণ শাওমি ,রিয়েলমি, স্যামসাঙ এবং মোটোরোলার মতো কোম্পানিগুলি এই মূল্যে দুর্দান্ত সব স্মার্টফোন লঞ্চ করে চলেছে। এই মূল্যের ফোনগুলির চাহিদাও দিন দিন বেড়েই চলেছে।

তাই কোম্পানিগুলি 15,000 টাকার ফোনগুলিতে অত্যাধুনিক ফিচার আমাদের অফার করছে। যেমন – পাওয়ারফুল প্রসেসার , উন্নতমানের ক্যামেরা ,বড়ো ব্যাটারী , ভালোমানের ডিসপ্লে ইত্যাদি। সুতরাং , আপনি যদি 15,000 টাকার মধ্যে সেরা ফোনগুলি জানতে চান তাহলে আমাদের তালিকায় 202৩ সালে ভারতীয় বাজারে 15,000 টাকার মধ্যে সেরা স্মার্টফোনগুলি দেখতে পারেন।

15,000 টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৩ :

1. Realme 8 5G

হাইলাইটস

  • Realme 8 5G ফোনে রয়েছে একটি 6.50 ইঞ্চি Full HD +ডিসপ্লে।
  • প্রসেসার এর কথা বললে এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক Dimencity 700 প্রসেসার।
  • 18 W ফাস্ট চার্জিং এর সাথে রয়েছে 5000 mAh ব্যাটারী।
  • এই ফোনের মূল বৈশিষ্ট হলো এই বাজেটের মধ্যে এখানে পাওয়া যাবে 5G সাপোর্ট , সুতরাং এই ফোনটি ভবিষ্যতের কানেক্টিভিটির জন্য প্রস্তুত।

Realme 8 5G ফোনের দাম


ভারতে এই ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে উপলব্ধ রয়েছে। Realme 8 5G ফোনের 4GB র‍্যাম্ / 64 GB স্টোরেজ অপশানের দাম 13,999 টাকা ও 4GB র‍্যাম্ /128 GB স্টোরেজ অপশানের দাম 14,999 টাকা। বর্তমানে ফোনটি সুপারসনিক নীল ও সুপারসনিক কালো এই দুটি কালারের সাথে পাওয়া যাচ্ছে ।

ডিসপ্লে

ফোনটি 6.50 ইঞ্চি Full HD + IPS LCD ডিসপ্লে সহ 1080 x 2400 পিক্সেল রেজুলেশন এর সাথে লক্ষ করা যায়। এছাড়া ফোনটিতে রয়েছে 90 HZ রিফ্রেশ রেট এবং 180 HZ টাচ স্যাম্পলিং রেট এর সাপোর্ট।

প্রসেসার

পারফরম্যান্সের জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে 7nm 2.2 GHZ Dule core MediaTek Dimensity 700 প্রসেসার। এই প্রসেসারটি মিডিয়াম এবং হাই সেটিংস এ গেমিং এ যথেষ্ট ভালো পারফরমেন্স করে।

ক্যামেরা

ক্যামেরার কথা বললে এই ফোনে ত্রিপিল রিয়ার ক্যামেরা সেটআপ দেখতে পাওয়া যায় , যার প্রাইমারি ক্যামেরা হলো 48 মেগাপিক্সেল ,2 মেগাপিক্সেল মনোক্রোম এবং2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। এছাড়া সেলফি তোলার জন্য দেওয়া হয়েছে মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

ব্যাটারি


18 W ফাস্ট চার্জার সহ এই ফোনে দেওয়া হয়েছে 5,000 mAh ব্যাটারি। এর পাশাপাশি রয়েছে USB type c পোর্ট।

অপারেটিং সিস্টেম

ফোনটি Realme UI 2.0 এর উপর ভিত্তি করে Android 11 দ্বারা চালিত ।

কানেক্টিভিটি

এখানে কানেক্টিভিটির জন্য আছে Wifi, GPS, Bluetooth 5.0 , USB Type c , Fm, 3G এবং 4G নেটওয়ার্ক ।

ভালো দিকখারাপ দিক
ভালো ডিসপ্লেআল্ট্রা ওয়াইড ক্যামেরা নেই
শক্তিশালী প্রসেসারথার্ড পার্টি অ্যাপ ইনস্টল

2. Realme Narzo 30 4G

হাইলাইটস

  • Realme Narzo 30 4G ফোনে দেওয়া হয়েছে MediaTek Helio G 95 গেমিং প্রসেসার।
  • 30 W ফাস্ট চার্জারের সাথে রয়েছে 5,000 mAh এর বড়ো ব্যাটারি।
  • Realme Narzo 30 4G একটি দুর্দান্ত ডিভাইস যা 15,000 এর নূন্যতম মূল্যের মধ্যে উপলব্ধ।

Realme Narzo 30 4G ফোনের দাম

ফোনটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যায়। বেস ভেরিয়েন্ট 4GB র‍্যাম্ /64 GB স্টোরেজের দাম 12,499 এবং এর উপরের ভেরিয়েন্ট 6GB র‍্যাম্ / 128 GB স্টোরেজের দাম 14,999 টাকা।

ডিসপ্লে

ফোনটির ডিসপ্লের কথা বললে এতে ব্যবহার করা হয়েছে 90 HZ রিফ্রেশ রেট সহ একটি 6.5 ইঞ্চি ( 1080 x 2400 পিক্সেল )HD + ডিসপ্লে। এই ডিসপ্লেটির ব্রাইটনেস 580 Nits ও স্ক্রিন টু বডি রেসিও 9:5 ।

প্রসেসার

দুর্দান্ত পারফরম্যান্সের জন্য এই ফোনে রয়েছে পাওয়ারফুল MediaTek Helio G95 গেমিং প্রসেসার। প্রসেসারটিতে আছে দুটি হাই পারফরম্যান্স 2.05 GHZ কর্টেক্স A76 কোর্স এবং6 টি পাওয়ার এফিসিয়েন্ট 2.0GHZ কর্টেক্স A55 কোর্স। গ্রাফিক্স এর কথা বললে এখানে দেখতে পাওয়া যায় ইন্টিগ্রেটেড Mali G76 GPU ।

ক্যামেরা

এই ফোনে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ রয়েছে 2 মেগাপিক্সেল মনোক্রোম এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সার। সেলফি তোলার জন্য আছে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। দিনের আলোতে ফোনটি ভালো ফটো তুলতে সক্ষম। তবে 2X ডিজিট্যাল জুম করলে ক্যামেরার ডিটেল খুব একটা ভালো আসে না। এছাড়া এই ক্যামেরাটি 30 fps এ 4K ভিডিও রেকর্ড করতে পারে এবং সেলফি ক্যামেরাও 30 fps এ 1080 পিক্সেল ভিডিও রেকর্ড করতে পারে।

ব্যাটারি

Realme Narzo 30 4G ফোনে দেওয়া হয়েছে 30W ফাস্ট চার্জারের সাথে একটি 5,000 mAh এর ব্যাটারি। ফোনটি মাত্র 30 মিনিটে 55 শতাংশ চার্জ হয়ে যায়।

অপারেটিং সিস্টেম

ফোনটি Realme UI 2.0 এর উপর ভিত্তি করে দ্বারা Android 11 চালিত।

কানেক্টিভিটি

কানেক্টিভিটির জন্য Realme Narzo 30 4G ফোনে দেওয়া হয়েছে Dual band Wifi , Bluetooth 5.0 , NFC , USB Type c ।

ভালো দিক                  খারাপ দিক
স্মুথ সফটওয়্যার একাধিক প্রি-ইনস্টল অ্যাপ
শক্তিশালী প্রসেসার  আল্ট্রা ওয়াইড ক্যামেরা নেই
ভালো ব্যাটারী  লাইফ এবং ফার্স্ট চার্জিং   ক্যামেরা পারফরমেন্স মাঝারি

3 .Redmi note 10S

হাইলাইট্স

  • Redmi note 10S ফোনে পারফরম্যান্সের জন্য আছে MediaTek Helio G95 প্রসেসার।
  • এছাড়া আছে Dual Stereo স্পিকার এবং IP 53 রেটিং ।

Redmi note 10S হলো এর Redmi Note 10 এর আপডেটেড ভার্সান। শাওমি দাবি করেছে এই ফোনে পাওয়ারফুল প্রসেসার, বেশি র‍্যাম্ এবং একটি হাই রেজুলেশন এর প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে যা Redmi Note 10 এর থেকে বেটার পারফরম্যান্স করে।

Redmi note 10S ফোনের দাম

এই ফোনটির দুটি ভেরিয়েন্টের মধ্যে বেস ভেরিয়েন্টে 6GB র‍্যাম্ /64 GB স্টোরেজের দাম 14,999 টাকা এবং এর উপরের ভেরিয়েন্টে 6GB র‍্যাম্ /128 GB স্টোরেজের দাম 15,999 টাকা।

ডিসপ্লে

Redmi note 10S ফোনটিতে রয়েছে 6.43 ইঞ্চি (1080×2400) Full Hd Amoled ডিসপ্লে এবং এর সাথে আছে Gorila glass 3 এর সুরক্ষা।

প্রসেসার

প্রসেসার এর কথা বললে এখানে দেওয়া হয়েছে MediaTek Helio G95 প্রসেসার ,যেটি Redmi Note 10 এর Snapdragon 678 এর থেকে বেশি পাওয়ারফুল।

ক্যামেরা

ফোনটিতে ক্যামেরার জন্য ব্যবহার করা হয়েছে কোয়ার্ড রিয়ার ক্যামেরা সেটআপ , যেখানে প্রাইমারি ক্যামেরা পাওয়া যায় 64 মেগাপিক্সেল , 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড , 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। এর সাথে সেলফি তোলার জন্য দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

ব্যাটারি

চার্জিং এর জন্য এই ফোনটিতে আমরা পাই 33W ফাস্ট চার্জারের সাথে একটি 5,000 mAhব্যাটারি। সাধারণভাবে এই ফোনটিকে ব্যবহার করলে1 দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। ফোনটি 40 শতাংশ চার্জ হতে মাত্র 13 মিনিট সময় নেয়।

অপারেটিং স্যাস্টাম

Redmi note 10S MIUI 12.5 স্ক্রিনের উপর ভিত্তি করে Android 11 দ্বারা চালিত।

কানেক্টিভিটি

কানেক্টিভিটির জন্য এই ফোনে আমরা দেখতে পাই Dual Band Wifi , Bluetooth 5.0 , VoLTE . USB Type c ।

ভালো দিক খারাপ দিক
ভালো ব্যাটারী লাইফক্যামেরা পারফরমেন্স মোটামুটি
ডুয়েল স্টিরিও স্পিকারপ্রিইন্টাল অ্যাপ
ভালো ডিসপ্লেঅ্যাড শো

4. moto G40 fiusion

হাইলাইট্স

  • moto G40 fiusion ফোনে রয়েছে Qualcomn Snapdragon 732 G প্রসেসার।
  • চার্জিং এর জন্য এতে দেওয়া হয়েছে 6,000 mAh এর বড়ো ব্যাটারি।

Moto G40 fiusion ফোনের দাম

এই ফোনটির 4GB র‍্যাম্ + 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ভারতীয় মূল্যে 14,499 টাকা এবং 6GB র‍্যাম্ + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ভারতীয় মূল্যে 15,499 টাকা।

ডিসপ্লে

Moto G40 fiusion ফোনটিতে আমরা দেখতে পাই 6.8 ইঞ্চি Full HD+IPS LCD ডিসপ্লে। এর পাশাপাশি এতে রয়েছে 120HZ রিফ্রেশরেট এর সাপোর্ট। সুতরাং , ডিসপ্লেটি স্মুথ পারফরম্যান্স করবে।

প্রসেসার

এই বাজেটের মধ্যে এই ফোনে দেওয়া হয়েছে পাওয়ারফুল Qualcomn Snapdragon 732G প্রসেসার। গেমিং এবং মাল্টি টাস্কিং এর জন্য যথেষ্ট পাওয়ারফুল এই প্রসেসারটি।

ক্যামেরা

এই ফোনটি ত্রিপিল রিয়ার ক্যামেরা সেটাপের সাথে আসে , যার প্রাইমারি ক্যামেরা হলো 64 মেগাপিক্সেল , 8 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। প্রাইমারি ক্যামেরাটি 4K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারে। সেলফি ও ভিডিও চ্যাট এর জন্য এই ফোনে রয়েছে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সেলফি ক্যামেরাটি FULL HD 30 fps এ ভিডিও রেকর্ড করতে সক্ষম।

ব্যাটারি

ফোনটিকে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 20W ফাস্ট চার্জিং এর সাথে 6,000 mAh এর বড়ো ব্যাটারি।

কানেক্টিভিটি

কানেক্টিভিটির কথা বললে এতে রয়েছে 4G LTE, Wifi,Bluetooth5.0, GPS, USB type c ও 3.5mm headphone jack ।

ভালো দিকখারাপ দিক
স্মুথ সফটওয়্যারওজনে ভারী ও মোটা
বড়ো ব্যাটারীক্যামেরা পারফরমেন্স মাঝারি

আরো পড়ুন : 

5. poco m3 pro 5G

হাইলাইট্স

  • এই ফোনটিতে দেওয়া হয়েছে MediaTek Dimensity 700 প্রসেসার।
  • চার্জিং এর জন্য এখানে আছে 18W ফাস্ট চার্জার এর সাথে 5,000 mAh ব্যাটারি ।

poco m3 pro 5G বর্তমানে poco কোম্পানির সবচেয়ে সাশ্রয়ী মূল্যের 5G স্মার্টফোন। এই মুহূর্তে ভারতে আরো দুটি সাশ্রয়ী মূল্যের 5G স্মার্টফোন রয়েছে , সেগুলি হলো Realme 8 ও Realme Narzo 30 pro 5G । এই দুটি ফোনের সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে poco m3 pro 5G ফোনটি ।

poco m3 pro 5G ফোনের দাম

ফোনটির 4GB র‍্যাম্ /64GB স্টোরেজ অপশানের দাম ভারতীয় মূল্যে13,999 টাকা এবং 6GB র‍্যাম্ /128 GB স্টোরেজ অপশানের দাম ভারতীয় মূল্যে 15,999 টাকা।

ডিসপ্লে

ডিসপ্লের কথা বললে র এই ফোনে দেওয়া হয়েছে 90 HZ রিফ্রেশ রেট সহ একটি 6.5 ইঞ্চি FULL HD +LCD ডিসপ্লে। এই ডিসপ্লেটিতে রয়েছে Dynamic Switch ফিচার , এবং ডিসপ্লেটিকে রক্ষা করার জন্য রয়েছে Gorila glass 3 এর প্রটেকশান।

প্রসেসার

পারফরম্যান্সের জন্য এখানে আছে 7 Nm MediaTek Dimensity 700 প্রসেসার।

ব্যাটারি

poco m3 pro 5G ফোনে ব্যবহার করা হয়েছে 18 W ফাস্ট চার্জার এর সাথে 5,000 mAhব্যাটারি।

ক্যামেরা

ক্যামেরার দিকে দেখলে ফোনটিতে ট্রিপিল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করা হয়েছে ,যার প্রাইমারি ক্যামেরা মেগাপিক্সেল , মেগাপিক্সেল ম্যাক্রো এবং মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার । সেলফির জন্য রয়েছে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

অপারেটিং সিস্টেম

poco m3 pro 5G ফোনটি MIUI 12.02 এর উপর ভিত্তি করে Android 11 দ্বারা চালিত।

কানেক্টিভিটি

কানেক্টিভিটির জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে Dual-band Wifi, Fm radio, Bluetooth5.1, hybrid dual sim slot ।

ভালো দিকখারাপ দিক
আকর্ষণীয় ডিজাইনডিসপ্লেটির ব্রাইটনেস বেশি নয়
ভালো ব্যাটারী লাইফআল্ট্রা ওয়াইড ক্যামেরা নেই
পাওয়ারফুল পারফরমেন্সস্লো চার্জিং

Similar Posts